খেলাধুলা

পোল্যান্ডকে উড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ

বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল কাবাডির বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। প্রতিযোগিতার শ্রেষ্ঠত্বের মুকুট ধরে রাখার পথে আরও একধাপ এগিয়ে গেল বাংলাদেশ। পোল্যান্ডকে উড়িয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে প্রতিযোগিতার গত তিন আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ।

বঙ্গবন্ধু কাপ কাবাডিতে পোল্যান্ডকে হারিয়ে দিয়েছে বাংলাদেশ। ছবি: সংগৃহীত

বৃহস্পতিবার (৩০ মে) মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে গ্রুপ পর্বে নিজেদের চতুর্থ ম্যাচে পোল্যান্ডকে ৭৯-২৮ পয়েন্টের ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। প্রতিযোগিতায় এটি স্বাগতিকদের টানা চতুর্থ জয়।

আরো পড়ুনঃ স্কোয়াড ডাক পেয়ে নাম প্রত্যাহার করে নিলেন সাইফউদ্দিন

এদিন শুরু থেকেই আধিপত্য দেখিয়েছে বাংলাদেশ। প্রথমার্ধের শেষেই ৩৮-১৫ পয়েন্টে এগিয়ে যায় তারা। দ্বিতীয়ার্ধে পোলিশদের আরও কোণঠাসা করে ফেলে বাংলাদেশ। তুলে নেয় সহজ জয়।

সেমিফাইনাল নিশ্চিত হলেও গ্রুপ চ্যাম্পিয়ন হওয়াটাই বাংলাদেশের প্রথম লক্ষ্য বলে জানান কোচ আব্দুল জলিল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে শুক্রবার (৩১ মে) নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ।

আব্দুল জলিল বলেন, ‘গ্রুপ পর্ব থেকে সেমি-ফাইনাল নিশ্চিত করেছি, যা প্রাথমিক লক্ষ্য ছিল আমাদের। পোল্যান্ডের বিরুদ্ধে বড় জয় দলকে আরও উজ্জীবিত, আত্মবিশ্বাসী করেছে। আগামীকাল গ্রুপ পর্বে আমাদের শেষ ম্যাচ নেপালের বিপক্ষে। ওই ম্যাচও জিততে চাই। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমি-ফাইনালে যেতে চাই। আশা করি, টানা চার ম্যাচের মতো নেপালের বিপক্ষে জিতব আমরা।’

এবারের আসরের শুরু থেকেই দুর্দান্ত ফর্মে বাংলাদেশ। দক্ষিণ কোরিয়াকে ৬৭-২২ পয়েন্টে হারিয়ে আসর শুরু করে স্বাগতিকরা। এরপর মালয়েশিয়াকে ৭৩-২২ পয়েন্টে ও ইন্দোনেশিয়াকে ৫৯-১৯ পয়েন্টে হারায় জিয়া-আরাদুজ্জামানরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *