নাটোরের বৃহত্তম পেঁয়াজের হাট নলডাঙ্গা বাজারে হঠাৎ করে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। শনিবার (২৯ ফেব্রুয়ারি) নলডাঙ্গা হাটে ৪০ থেকে ৪৫ টাকা কেজি পেঁয়াজ বিক্রি হয়।
নলডাঙ্গা হাটের আড়ৎদার রানা আহমেদ জানান, এক সপ্তাহ আগে ৬০ থেকে ৭০ টাকা কেজি পেঁয়াজ বিক্রি হলেও শনিবার হাটে ৪০ থেকে ৪৫ টাকা। আগামী মঙ্গলবার হাটে দাম আরো কমতে পারে বলে জানান তিনি। ভারত পেঁয়াজ রফতানির ঘোষণায় দাম কমছে বলে জানায় সংশ্লিষ্টরা।
তবে পেঁয়াজের এইভাবে দাম কমতে থাকলে কৃষকরা ক্ষতিগ্রস্ত হবার সম্ভাবনা রয়েছে বলে জানান নাটোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সুব্রত কুমার।
সুব্রত কুমার বলেন, নাটোর জেলার কৃষকদের প্রতিকেজি পেঁয়াজ উৎপাদন করতে ২০ টাকার ওপরে খরচ হয়। কৃষকরা ২৫ টাকা কেজি পেঁয়াজ বিক্রি করতে পারলে হেক্টর প্রতি ১২ হাজার টাকা লাভ করেন। তাই ২৫ টাকার নিচে পেঁয়াজ বিক্রি না হয়, সেদিকে নজর দেয়ার জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি দাবি জানান। সুত্রঃ সময় টিভি