নগরীর পাহাড়তলী থানার শাপলা আবাসিক এলাকার একটি বাড়ির লকডাউন তুলে নিয়েছে প্রশাসন। শনিবার (২৫ এপ্রিল) ওই বাড়ির লকডাউন তুলে নেওয়া হয়।
পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুল ইসলাম বলেন, ‘শাপলা আবাসিক এলাকার আল্লাহর দান মঞ্জিলের বাসিন্দা হাসিনা বেগম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। গত ৮ এপ্রিল ওই বাড়ি লকডাউন করা হয়। ওই বাড়ির ছয়টি পরিবারকে কোয়ারেনটাইনে থাকারও নির্দেশনা দেওয়া হয়। হাসিনা বেগম এখন সুস্থ হওয়ায় যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে ওই বাড়ির লকডাউন তুলে নেওয়া হয়।’
জানা গেছে, হাসিনা বেগম গত ২১ এপ্রিল সুস্থ হয়ে বাসায় ফেরেন। মোট ১৭দিন পর ওই বাড়ির লকডাউন তুলে নেয় প্রশাসন।