ফেনী

পাঁচগাছিয়ায় কৃষি জমির মাটি কাটায় স্কেভেটর মেশিন ধ্বংস

নিজস্ব প্রতিনিধি : ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের বগইড গ্রামে কৃষি জমির টপসয়েল কাটায় স্কেভেটর মেশিন ধ্বংস করেছে ভ্রাম্যমান আদালত। সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা দাশ এ অভিযান পরিচালনা করেন।

আদালত সূত্র জানায়, পাঁচগাছিয়া ইউনিয়নের বগইড এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা দাশ অভিযান পরিচালনা করেন। এসময় ১টি মাটি কাটার স্ক্যাভ্যাটর ও ৩টি মাটি বহনের পিকআপ গাড়ীর কাগজপত্র জব্দ করেন। অভিযানের টের পেয়ে ক্রেতা-বিক্রেতা ও মাটি বহনকারি গাড়ীর চালকরা পালিয়ে যায়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা দাশ জানান, কৃষি জমির টপসয়েল কেটে পরিবেশ বিপন্ন করা এবং ফসলী জমি নষ্ট করার এ অপরাধের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *