ফেনীর পরশুরামে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নু এমং মারমা মং কে দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্মকর্তা পরিচয়ে দিয়ে প্রতারণাকালে গতকাল মঙ্গলবার মো শামীম (২৮) নামের এক প্রতারককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুদিনের জেল ও ৫শ টাকা জরিমানা করা হয়েছে।
প্রতারক শামীমকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা শেষে পরশুরাম থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে। পুলিশ শামীমকে জেল হাজতে প্রেরন করে। শামীম উপজেলার মির্জানগর ইউনিয়নের চপক নগর গ্রামের মো আবুল কাশেমের ছেলে।
পরশুরাম উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নু এমং মারমা মং ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দুদক কর্মকর্তার পরিচয়ে প্রতারণাকালে এক প্রতারককে ২দিনের বিনাশ্রম কারাদন্ড এবং ৫০০ টাকা জরিমানা করার সত্যতা নিশ্চিত করেন।