নিজস্ব প্রতিনিধিঃ পরশুরামে মহিদুল ইসলাম নামে এক ভূয়া ডাক্তারের ৫ দিনের জেল এবং ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার সকালে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নু এমং মারমা এ দন্ডাদেশ দেন। এসময় পরশুরাম বাজারের মহিদুল ইসলামের ডেন্টাল ক্লিনিক সিলগালা করে দেয়া হয়।মহিদুল ইসলাম পরশুরাম পৌর এলাকার সলিয়া গ্রামের আবুল খায়েরের ছেলে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নু এমং মারমা মং জানান, বুধবার ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে দন্ত চিকিৎসার প্রাতিষ্ঠানিক কোন বৈধ সনদ না থাকায় মহিদুল ইসলামের ৫ দিনের জেল এবং ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় তার ক্লিনিকটি সিলগালা করে দেওয়া হয়। পরে কারাদন্ডপ্রাপ্ত মহিদুল ইসলামকে জেল হাজতে প্রেরণ করা হয়।
অভিযানের পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ইন্দ্রোজিত ঘোষ, পরশুরাম মডেল থানার এসআই জালাল উদ্দিন উপস্থিত ছিলেন।