যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে নর্থ ক্যারোলিনার পর আরেক দোদুল্যমান অঙ্গরাজ্য জর্জিয়ায় জয় পেয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এর মাধ্যমে হোয়াইট হাউস ছাড়ার চার বছর পর আবারও অত্যাশ্চর্য রাজনৈতিক প্রত্যাবর্তনের কাছাকাছি চলে এসেছেন ট্রাম্প। এডিসন রিসার্চের তথ্যে বরাতে এসব তথ্য জানিয়েছে রয়টার্স।
তার আগে বিবিবির প্রতিবেদনে বলা হয়, দোদুল্যমান অঙ্গরাজ্য হিসেবে পরিচিতি নর্থ ক্যারোলাইনায় ডোনাল্ড ট্রাম্প জয়ী হয়েছেন। এর মাধ্যমে তিনি এই রাজ্যের ১৬টি ইলেকটোরাল কলেজ ভোট নিজের দখলে নেন।
তবে এখনো বেশিরভাগ দোদুল্যমান রাজ্যের ফলাফল ঘোষণা করা হয়নি। অর্থাৎ পরিস্থিতি এখনো কমলা হ্যারিসের পক্ষে চলে যেতে পারে। তবে সম্ভবনা কম। কেননা আমেরেকার অন্যান্য অঞ্চলে দাঁপিয়ে বেড়াচ্ছেন ট্রাম্প।
সবশেষ তথ্য অনুযায়ী, ভোটগ্রহণ শেষ হয়েছে এমন অঙ্গরাজ্যগুলোয় ইলেকটোরাল কলেজ ভোটের ক্ষেত্রে ট্রাম্প ২৪৬টি এবং কমলা ১৮২টি ভোট পেতে পারেন বলেন আভাস দেয়া হচ্ছে। যুক্তরাষ্ট্রে মোট ৫৩৮টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে। প্রেসিডেন্ট নির্বাচিত হতে কোনো প্রার্থীকে ম্যাজিক ফিগার ২৭০ পেতে হয়।
স্থানীয় সময় মঙ্গলবার (০৫ নভেম্বর) মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ হয়। যুক্তরাষ্ট্রের মোট ৫০টি অঙ্গরাজ্য এই ভোট হয়। এর মধ্যে ৪৩টি রাজ্যই রিপাবলিকান ও ডোমোক্রেটিক পার্টি—দুই দলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। তবে এবারের নির্বাচনের জয় পরাজয় নির্ধারণে বড় ভূমিকা রাখবে দোদুল্যমান বাকি সাত অঙ্গরাজ্য। সেখানে কমলা ও ট্রাম্পের মধ্যে তুমুল লড়াইয়ের আভাস আগেই দেয়া হয়েছে।