পদ্মাসেতু নিয়ে অষ্ট্রেলিয়া থেকেই শাবনূরের উচ্ছ্বাস
এখন চলাচলের জন্য পুরোপুরি উন্মুক্ত প্রমত্তা পদ্মার উপর স্বপ্নের সেতু। অসংখ্য মানুষ দেশের নানা প্রান্ত থেকে পদ্মায় ছুটে গেছেন ইতিহাস গড়ার এই মুহুর্তকে উপভোগ করতে। কেউবা দূর-দূরান্ত থেকে উচ্ছ্বাস দেখাচ্ছেন। তেমনি চিত্রনায়িকা শাবনূরও অষ্ট্রেলিয়ায় বসে উচ্ছ্বাস দেখাতে ভুলে যাননি ।





সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জনপ্রিয় এই নায়িকা আনন্দ প্রকাশ করে পোস্ট করেছেন। তিনি লিখেন, ‘স্বপ্নের পদ্মা সেতু। এটি বাংলাদেশের দীর্ঘতম সেতু। স্থাপত্য শিল্পের এক শ্রেষ্ঠ স্থাপনা এবং ঐতিহাসিক নিদর্শন। আমাদের গর্বের এই সেতু উদ্বোধন হওয়াতে আমিও আজ সবার সাথে মহাসুখে উচ্ছ্বসিত, উদ্বেলিত ও আনন্দিত।’
কেবল শাবনূর নন, পদ্মা সেতু নিয়ে উচ্ছ্বসিত বিনোদন জগতের সব তারকাই। স্বপ্ন জয়ের আনন্দে ভাসছেন প্রত্যেকে যার যার জায়গা থেকে। কেউ পদ্মা সেতু নিয়ে গান করেছেন, কেউ নাটিকায় অংশ নিয়েছেন, কেউ আবার গোটা সিনেমাই বানিয়ে ফেলেছেন এই সেতু নিয়ে।





রাজধানী ঢাকার সঙ্গে দেশের দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা অবিস্মরণীয় মাত্রা পেলো পদ্মা সেতুর মাধ্যমে। এ নিয়ে আবেগের অন্ত নেই বাংলাদেশীদের। পদ্মা সেতু প্রকল্প প্রায় দুঃস্বপ্ন হয়ে যেতে বসেছিল বিদেশি সহায়তা বাতিল হওয়ার জন্য।
তবে সরকারের অদম্য উদ্যোগে সেই দেশের অর্থায়নেই নির্মিত হয়েছে স্বপ্নের এই সেতু।