চট্টগ্রামের পটিয়ায় বৈদ্যুতিক খুঁটি পড়ে অন্তর নন্দী (২৪) নামের এক যুবক নি’হত হয়েছেন। বুধবার (৪ মার্চ) বিকাল ৪টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আদর্শ উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। নি’হত অন্তর আনোয়ারা সদরের ৪ নম্বর ওয়ার্ড এলাকার পুলক নন্দীর ছেলে।
জানা গেছে, বুধবার বিকাল ৩টায় থেকে পিডিবির ৩ জন কর্মী একটি বৈদ্যুতিক খুঁটি সরিয়ে নেওয়ার সময় খুঁটিটি ভেঙ্গে বাইসাইকেল আরোহী অন্তরের শরীরে পড়ে। স্থানীয়রা আ’হত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থা রাত ৮টার দিকে তার মৃ’ত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক শীলব্রত বড়ুয়া। তিনি বলেন, ‘হাসপাতালে আনার সময় ছেলেটির খুবই আশংকাজনক ছিল। ২৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে মৃ’ত্যুর কোলে ঢলে পড়েন তিনি।’
এদিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে পড়ায় প্রায় ৩০ মিনিট যান চলাচল বন্ধ ছিল। পরে হাইওয়ে পুলিশ গিয়ে খুঁটিটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।