আল আরবের দাম্মাম এলাকায় সড়ক দু’র্ঘ’টনায় মো. আব্দুর রহিম খাজা (৪০) নামে এক প্রবাসী নিহ’ত হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টার দিকে এই দু’র্ঘ’টনা ঘটে।
নি’হত মো. আব্দুর রহিম খাজা চট্টগ্রামের পটিয়া উপজেলা দলঘাট এলাকায় হোসেন ফকিরের বাড়ির মো. আব্দুর সবুরের পুত্র।
বিষয়টি নিশ্চিত করে নি’হ’তের ছোট ভাই আব্দুল আজিজ বলেন, মঙ্গলবার বাংলাদেশ সময় রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে সড়ক দু’র্ঘ’টনায় আমার ভাই মা’রা যায়।
দীর্ঘ ১২ বছর ধরে সেখানে একটি বেসরকারি কোম্পানিতে চাকুরি করে আসছিলেন তিনি। গত দুই মাস আগে দেশ থেকে সফর শেষে সেখানে চলে যান। তিনি আরও বলেন, ম’রদে’হ কখন আনা হবে এখনো বলতে পারছিনা।