চট্টগ্রামের পটিয়ায় ১৫০ টাকা পাওনাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে ছু’রিকা’ঘাতে জসিম উদ্দিন (২৪) নামের এক যুবক নি’হত হয়েছেন। মঙ্গলবার (৩ মার্চ) রাত ১০টায় পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের গোবিন্দরখীল এলাকার তিতা গাজীর বাড়িতে এ ঘটনা ঘটে। নি’হত জসিম ওই এলাকার জহির আহমদের ছেলে। পেশায় তিনি দিনমজুর বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন পটিয়া পৌরসভার স্থানীয় কাউন্সিলর আবদুল মান্নান। তিনি বলেন, ‘ইমন নামের এক যুবকের কাছে জসিম ১৫০ টাকা পায়। এ টাকা পাওয়াকে কেন্দ্র করে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে ইমনের চু’রিকা’ঘাতে জসিম মা’রা যায়। দু’জনই দিনমজুর।’
পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রিদোয়ানুল হক বলেন, ‘আ’হত অবস্থায় তাকে উ’দ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃ’ত ঘোষণা করেন। জসিমের বুকে ও কোমরে ছু’রিকা’ঘাতের চিহ্ন রয়েছে এবং শরীর থেকে প্রচুর র’ক্ত’ক্ষরণ হওয়ায় সে মা’রা গেছে।’
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন বলেন, ‘তুচ্ছ ঘটনাকে কেন্দ্র দুই যুবকের মধ্যে কথাকাটাকাটি হয়। কথাকাটাকাটির এক পর্যায়ে ছু’িরকা’ঘাতে এক যুবক নি’হত হয়। পরে ঘটনাস্থল থেকে একটি র’ক্ত’মাখা ছু’রি উ’দ্ধার করেছে পুলিশ। ঘটনার পর হ’ত্যা’কাণ্ডে জড়িত ইমন পালিয়ে গেছে। তাকে গ্রে’প্তা’র করতে পুলিশের অভিযান চলছে।’