অন্যান্য

পটিয়ায় দেশের কম বয়সী শিশু সহ একদিনে ১২ জন করোনা আক্রান্ত

চট্টগ্রামের করোনা হটস্পট হয়ে উঠেছে এখন পটিয়া। একদিনে একই পরিবারের ৯ জনসহ উপজেলার ১২ জনের করোনা পজিটিভ।

সোমবার রাতে সিভিল সার্জন চট্টগ্রাম সূত্রে জানায় যায়,  পটিয়ার ১২ জন করোনায় আক্রান্ত  হয়, যার মধ্যে পটিয়া ০৮ নং ওয়ার্ডের বাসিন্দা করোনায় আক্রান্ত সরোয়ার কামালের পরিবারের আরো ০৯ জনের করোনা পজিটিভ আসে।

পটিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বলেন, ১১ মে পর্যন্ত পটিয়ায় করোনা আক্রান্ত মোট ১৭ জন। যার মধ্যে পটিয়া পৌর সদরের কামাল বাজার এলাকায় একই পরিবারের ১০ জন, কাগজী পাড়ার ২ জন, গোবিন্দারখীল এলাকায় ২ জন, উপজেলা হাইদগাঁও ইউনিয়নে ২ জন, দক্ষিণ ভূর্ষি ইউনিয়নে ১ জন, জিরি ইউনিয়নে ২ জন।

এবং এর মধ্যে হাইদগাঁও ইউনিয়নে ছয় বছরের এক শিশু, ও জিরি ইউনিয়নের এক বৃদ্ধ মারা যায়।

পটিয়া উপজেলার নির্বাহী অফিসার ফারহানা জাহান উপমা বলেন, আক্রান্ত পরিবার গুলোসহ এলাকা আমরা লকডাউন করে দিয়েছি। আক্রান্ত পরিবার গুলোর মাধ্যমে যাতে এলাকায় কারোর মধ্যে করোনা না ছড়ানোর জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। করোনায় আক্রান্ত সকল পরিবারে ত্রান সামগ্রী পৌঁছে দিয়েছি যাতে করে তাদের কোন সমস্যার সম্মুখীন না হয়।

তিনি আরো বলেন,  তিনি পটিয়া বাসীকে আর কয়েকটা দিন ধৈর্য্য ধারণ করে  ঘরে থাকার পরামর্শ দেন, অপ্রয়োজন যাতে ঘরের বাইরে না যায় ও সামাজিক দূরত্ব বজায় রেখে চলার জন্য পরামর্শ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *