অন্যান্য

নোয়াখালীতে শিবিরের গু’লিতে আ’হত ছাত্রলীগ নেতার মৃ’ত্যু

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আমান উল্যাহপুর ইউনিয়নে ছাত্রলীগ ও জামায়াত-শিবির নেতাকর্মীদের মধ্যে সংঘ’র্ষের ঘটনায় গু’লিবি’দ্ধ ছাত্রলীগ নেতা রাকিব হোসেন (২৫) মা’রা গেছেন। ঘটনায় গু’লিবি’দ্ধ ছাত্রলীগ নেতা হাবিবসহ অপর ৫ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে এ ঘটনায় চার জামায়াত-শিবির কর্মীকে আট’ক করেছে পুলিশ।

সোমবার (০২ মার্চ) দুপুর দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাকিবের মৃ’ত্যু হয়।

নি’হ’ত রাকিব হোসেন আমান উল্যাহপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড শিপন পাটোয়ারী বাড়ির সফি উল্যার ছেলে। সে আমান উল্যাপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক। অপর আ’হতরা হচ্ছেন- মো. হাবিব, রায়হান, মো. রনি ও মনু’সহ ৬ জন।

আট’ককৃত জামায়াত-শিবিরের নেতাকর্মীরা হচ্ছেন- কৃষ্ণারামপুর গ্রামের আইয়ুব আলীর ছেলে ফারুক আহমদ (৪২), একই এলাকার নূর নবীর ছেলে মাসুদ আলম (৩০), রসুলপুর এলাকার তোফায়েল আহমদের ছেলে ইব্রাহিম (৩০) ও জয়নারায়ণপুর গ্রামের আনোয়ার উল্যার ছেলে আকরাম হোসেন (২৪)

স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক মাস আগেও রাজনৈতিক প্রতি’হিং’সা ও পূর্ব বিরোধের জের ধরে স্থানীয় ছাত্রলীগ ও জামায়াত শিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘ’র্ষে’র ঘটনা ঘটেছে। এর সূত্রধরে রোববার রাত সাড়ে ৮টার দিকে আমান উল্যাহপুর বাজারে আড্ডা দিচ্ছিলেন কয়েকজন ছাত্রলীগের নেতাকর্মী।

এ সময় একদল জামায়াত-শিবির নেতাকর্মীরা বাজারে এসে তাদের ওপর হা’মলা চালালে উভয় পক্ষের মধ্যে সংঘ’র্ষে’র ঘটনা ঘটে। সংঘ’র্ষে গু’লিবিদ্ধসহ ছাত্রলীগের অন্তত ৭ জন নেতাকর্মী আহ’ত হয়। আহ’তদে’র উ’দ্ধার নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আমান উল্যাহপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান ছাত্রলীগ নেতা রাকিবের মৃ’ত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, আহ’ত রাকিব ও হাবিবের অবস্থা আ’শঙ্কাজ’নক হওয়ায় রাতে তাদের ঢাকা নিয়ে যাওয়া হয়। পরে রাকিবকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে সকালে তার অপারেশন হয়।

রাকিবের কিডনি, লিভার ও পাকস্থলিতে গু’লি লেগেছিল। দুপুর দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রাকিব মা’রা যায়। গু’লিবি’দ্ধ হাবিবকে ঢাকার হেলথ কেয়ার হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

তিনি অভিযোগ করে বলেন, জামায়াত-শিবির নেতা পিয়াস ও নাছিরের নেতৃত্বে রাকিব, হাবিবসহ ছাত্রলীগের নেতাকর্মীদের ওপর অর্তকিত হা’মলা চালানো হয়েছে। হা’মলাকারীরা ছাত্রলীগের নেতাকর্মীদের এলোপাতাড়ি কু’পিয়ে ও গু’লি করে জ’খম করেছে। তিনি ছাত্রলীগ নেতা রাকিবের হ’ত্যাকা’রীদের দ্রু’ত গ্রে’প্তার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন উর রশিদ চৌধুরী জানান, জামায়ত শিবিরের নেতাকর্মীরা আমান উল্যাহপুর বাজারে এসে ছাত্রলীগের নেতাকর্মীদের ওপর অর্তকিত হা’মলা চালায়। এ সময় ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীকে তারা এলোপাতাড়ি কু’পিয়ে ও গু’লি করে জখম করেছে।

সোমবার দুপুরে ঢামকে চিকিৎসাধীন অবস্থায় গু’লিবিদ্ধ ছাত্রলীগ নেতা রাকিব মা’রা গেছে।

ওসি আরও জানান, ঘটনায় ৪ জামায়ত শিবিরের কর্মীকে আ’টক করা হয়েছে। তাদের গ্রে’প্তার দেখিয়ে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগা’রে প্রেরণ করা হয়েছে। ঘটনায় নি’হত রাকিবের পরিবারের পক্ষ থেকে মা’মলার প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িত সকল আ’সামিদের গ্রে’ফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *