নারায়নগঞ্জ থেকে এম্বুল্যান্সে করে ফেনীর পরশুরামে পালিয়ে আসা একটি পরিবারকে হোম কোয়ারেন্টাইনে পাঠিয়েছে প্রশাসন। বুধবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে আটক করে পুলিশ।
পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন আক্তার জানান, তৎক্ষনিক তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভাইরাস স্ক্রিনিং করা হয় এবং পরবর্তীতে হোম কোয়ারেন্টাইনের নির্দেশ দেয়া হয়।
পরশুরাম পৌর এলাকায় তাদের বাড়িতে পরিবারটিকে আগামী ১৪দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে বলে নির্দেশ দেয়া হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সের কর্মকর্তারা নিয়মিত তাদের মনিটর করবেন।