দাগনভূঞা সদর ইউনিয়নের দক্ষিন আলী পুর গ্রামের চৌধুরী বাড়ীর বীর মুক্তিযোদ্ধা এয়াকুব আলী মঙ্গলবার সকাল ১০,৩০মিনিটে তার নিজ ভবন চৌধুরী ভিলায় ইন্তেকাল করেন। বিকেল ৪,৩০মিনিটের সময় বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় তার জায়নাজা অনুষ্টিত হয়।
এতে অংশগ্রহন করেন উপজেলা চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি দিদারুল কবির রতন, নির্বাহী অফিসার রবিউল হাসান, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার শরিয়ত উল্ল্যা বাঙ্গালি, ইয়াকুবপুর ইউনিয়ন চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি আবু ফোরকান বুলবুল, পৌর কাউন্সিলর মহি উদ্দিন জুয়েল,জিয়াউল হক জিয়া,আবদুল কুদ্দুছ মিজান,উপজেলা ছাত্রলীগ সভাপতি আবু নাছের চৌধুরী আসিফ,পৌর সভাপতি সামছু উদ্দিন মামুন,বালিকা বিদ্যালয় কেজি বিভাগে প্রধান শিক্ষক ইকবাল হোসেন মাসুদ,ইউনিক হাসপাতালে এম,ডি,আবু নাছের তুহিন।