আজ ১৯ই এপ্রিল দাগনভূঞার পৌরসভায় কৃষকদের মাঝে আউশ প্রণোদনা হিসেবে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে। পৌরসভার ৯টি ওয়ার্ডের মোট ৬০ জন কৃষককে আজ রোববার সকালে পৌরসভা কার্যালয়ে সরকারের বিনামূল্যের এই প্রণোদনা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন দাগনভূঞা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি দিদারুল কবির রতন। পৌর মেয়র ওমর ফারুক খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.রবিউল হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবদুর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা কামাল হোসেন ও উপসহকারী কৃষি কর্মকর্তা নিজাম উদ্দিন।
এছাড়াও পৌর কৃষকলীগের সভাপতি মফিজ উল্যাহসহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, সাংবাদিক ও স্থানীয় বিশিষ্ট লোকজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপসহকারী কৃষি কর্মকর্তা শামসুল আলম।
প্রণোদনা হিসেবে প্রত্যেক কৃষকে এক বিঘা জমি চাষের জন্যে পাঁচ কেজি আউশ-৪৮ ধানের বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়েছে।