দাগনভূঞা প্রতিনিধি-: করোনাভাইরাস প্রতিরোধে দাগনভূঞা থানার ওসি আসলাম সিকদার কড়া বার্তা দিয়েছেন।রোববার রাতে সাংবাদিকদের জানান, সোমবার সকাল ৮ টা থেকে পুলিশ থানা এলাকায় কঠোর অবস্থানে থাকবে।কোথাও দুই, তিনজন একত্রে দেখলে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হবে।
বাজারে কোন রকম যানবাহন চলতে দেওয়া হবেনা।এছাড়া কোন মানুষ যদি বাজারে আসে,তবে কি কারনে এসেছে তার প্রমাণ দিতে হবে।প্রমাণ দিতে না পারলে সাথে সাথে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত:করোনাভাইরাস রোধে সরকার সামাজিক দুরুত্ব নিশ্চিত করার কথা বলে আসছে।প্রশাসন মানুষ কে ঘরে থাকার জন্য তাগিদ দিলেও মানুষ তা মানছে না।
সরকারের আদেশ অমান্য করে গনজমায়েত হয়ে চলাফেরা করছে প্রতিনিয়ত।এতে করে করোনাভাইরাসের অধিক ঝুঁকিতে রয়েছে প্রবাসী অধ্যুষিত উপজেলা দাগনভূঞা।