করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে যাওয়া অটোরিক্সা ও সি.এন.জি চালক শ্রমিকদের মাঝে দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতনের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়ছে।
শনিবার সকাল ১১টার দিকে দাগনভূঞা বসুরহাট রোড় শ্রমিক সংগঠন অফিসের সামনে ৬০ জন অটোরিক্সা ও সি.এন. জি. চালকদের মাঝে এই ত্রান বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন, নির্বাহী অফিসার মো. রবিউল হাসান, সমবায় সমিতির কর্মকর্তা নুরুল কবির মোস্তাফা, পৌরসভা প্যানেল মেয়র সাইফুল ইসলাম, জেলা শ্রমিকলীগের সহ-সভাপতি সোহেল, সিএনজি মালিক সমিতির সভাপতি বাকের মোল্লা, সেক্রেটারি আব্দুল মোতালেব, সিএনজি চালক সমিতির সভাপতি ফারুখ, সেক্রেটারি সোহেল প্রমুখ।