দাগনভূঞা পৌর শহরে আজ রবিবার সকালে কর্তব্যরত পুলিশ কর্মকর্তার গায়ে হাত তোলায় সাবেক ছাত্রলীগ নেতা একরাম উল্লাহকে আ টক করেছে পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, অপর এক আরোহি নিয়ে মোটর সাইকেল নিয়ে সকাল সাড়ে ১০টার দিকে পৌর শহরের জিরো পয়েন্ট সংলগ্ন বসুরহাট সড়কে দাঁড়িয়েছেন উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক একরাম উল্লাহ। কর্তব্যরত থানার এসআই সুমন বড়ুয়া গাড়ি সরিয়ে দাঁড়াতে বললে ক্ষিপ্ত হয় একরাম।
বাকবিতন্ডার একপর্যায়ে এসআই সুমনকে কি ল-ঘুষিও দেয়। আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের নিবৃত্ত করে। অপর পুলিশ সদস্যরা একরামকে আট ক করে থানায় নিয়ে যায়। একরাম জিরো পয়েন্ট সংলগ্ন সওদাগর বাড়ির বাসিন্দা।
দাগনভূঞা থানার ওসি আসলাম শিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা পেলে এ ঘটনায় থানায় মা মলা হবে।