ফেনীর দাগনভূঞা উপজেলার আলাইয়াপুর এলাকা থেকে মো. আব্দুর রহিম সুজন ওরফে লম্বা সুজন(৩৬)নামের এক মা’দ’ক ব্যবসায়ীকে ৩৫০গ্রাম গাঁ’জাসহ গ্রে’ফতার করেছে দাগনভূঞা থানা পুলিশ।
গত ২রা ফেব্রুয়ারী রবিবার রাত ১০:৩০ টার দিকে দাগনভূঞা থানা পুলিশ সুজনকে গাঁ’জাসহ হাতেনাতে গ্রে’ফতার করে। তিনি আলাইয়াপুর গ্রামের মৃত আব্দুল বারেক ওরফে বারেক পিয়নের ছেলে।
দাগনভূঞা থানার সহকারী উপ-পরিদর্শক মো. দেলোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আলাইয়াপুর সাকিনস্থ খেজুর গাছ তলায় জসিম মার্কেটের সামনে পাকা রাস্তা থেকে মা’দক ব্যবসায়ী আব্দুর রহিম সুজনকে ৩৫০ গ্রাম গাঁ’জাসহ গ্রে’ফতার করা হয়। তার বি’রুদ্ধে দাগনভূঞা থানায় মা’দক আই’নে মা’মলা দায়ের করা হয়েছে।তার নামে বিভিন্ন চু’রি,ডা’কাতি, বি’স্ফো’রকসহ মোট ১১টি মা’ম’লা রয়েছে।
দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসলাম সিকদার মা’দক ব্যবসায়ী গ্রে’ফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, ধৃত আ’সামিকে আ’দালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।