দাগনভূঞা

দাগনভূঞায় করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের উপহার

করোনাভাইরাসের সংক্রমণে আক্রান্ত দাগনভূঞা থানায় কর্মরত পুলিশ সদস্যদের বিশেষ উপহার সামগ্রী পাঠিয়েছেন পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী। আজ বুধবার এসব উপহার সামগ্রী পৌঁছে দেন থানার ওসি মো. আসলাম শিকদার।

ওসি মো. আসলাম শিকদার জানান, প্রতিটি প্যাকেটে শুভেচ্ছা উপহারে ১টি ৫শ গ্রাম ডানো দুধ, ১টি ৫শ গ্রাম অটসোমিল, ১টি ৫শ গ্রাম ট্যাংক, ১টি ৫শ গ্রাম হরলিক্স, ১ প্যাকেট গ্রীন টি, মাল্টা, ন্যাশপাতি, আপেল, কলাসহ প্রয়োজনীয় সামগ্রী রয়েছে। করোনা আক্রান্তদের মনোবল ঠিক রাখতে তাদের সাহস দিতে পুলিশ সুপার মহোদয় এই উদ্যোগ নিয়েছেন।

এ বিষয়ে পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী ফেনীর সময় কে বলেন, সরকার নির্দেশনাগুলো জনগন যাতে সুস্থভাবে মেনে চলে, কাজ ছাড়া বাসা থেকে বের না হন সেজন্য মাইকিং সহ জনসচেতনতামূলক নানা কার্যক্রম অব্যাহত রয়েছে। করোনা সংক্রমণ থেকে রক্ষার জন্য পুলিশ সদস্যগন নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *