দাগনভূঞা বাজারে সোমবার সকালে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। এসময় সরকারী নিয়ম ভঙ্গ করে দোকান খোলা রাখার দায়ে মেসার্স জননী টেলিকম ১ হাজার, রানা টেইলার্স এন্ড ফেব্রিকেস১ হাজার এবং পেয়াজের অতিরিক্ত দাম নেয়ায় মেসার্স মহিন এন্টার প্রাইজ (আবদুরব সওদাগর) ৫ হাজার টাকা জরিমান করেন ভ্রাম্যমান আদালতের বিচারক ইউ এন ও রবিউল হাসান।
এ সময় আরো উপস্থিত ছিলেন দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম সিকদার।