দাগনভূঞায় মেহেরাজ হোসেন (১৮) নামে এক কিশোর গ্যাং সদস্যকে উপজেলার ইয়াকুবপুর ইউনিয়ের চকিদার পোল এলাকা থেকে রোববার একটি কক’টেল সহ আ’টক করেছে পুলিশ।আজ সোমবার বি’ষ্ফো’রক দ্রব্য মা’মলায় তাকে জে’ল হাজতে পাঠানো হয়েছে।
দাগনভূঞা থানার এসআই মশিরউর রহমান জানায়, সম্প্রতি ইয়াকুবপুর ইউনিয়নের দুধমুখা বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কয়েকটি কিশোর গ্যাং এর সদস্যরা মা’রা’মা’রি করে আসছে।এরপর থেকে সেখানে পুলিশি টহল বৃদ্ধি করা হয় ।
রোববার চকিদার পোল এলাকায় পুলিশ চেক পোষ্ট স্থাপন করে তল্লাশি করে।এসময় মোটরসাইকেলযোগে তিন কিশোর পুলিশকে দেখে পালিয়ে যাওয়ার সময় এক কিশোরকে আ’টক করা হয়।এসময় বাকী দুই কিশোর পালিয়ে যায়।পরে আ’টক কিশোর মেহেরাজ হোসেন এর শরীর তল্লাশি করে একটি ক’ক’টেল জব্দ করা হয়।সে চন্ডিপুর গ্রামের আসলাম মাঝি বাড়ির আবদুল হকের ছেলে, তাকে সোমবার বি’ষ্ফো’রক দ্রব্য মা’ম’লায় তাকে জে’ল হা’জতে পাঠানো হয়েছে।