দাগনভূঞা আতাতুর্ক স্কুল মাঠে আজ থেকে শুরু হলো তিনদিন ব্যাপী বইমেলা। মেলাটি চলবে ৩১ তারিখ পর্যন্ত। প্রতিদিন দুপুর ২টা থেকে মেলা চলবে রাত ৮টা পর্যন্ত। বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিতা কেটে মেলার উদ্ভোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন আতাতুর্ক সরকারী মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক এবং ভ্রাম্যমান লাইব্রেরী ফেনী ইউনিট কর্মকর্তা মহিমা আক্তার। বাংলাদেশ সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে ভ্রাম্যমান এই বইমেলার আয়োজন করা হয়।