নিজস্ব প্রতিবেদক: করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া ১৫০ পরিবারকে ইফতার সামগ্রী দিলেন দাগনভূঞা পৌরসভার ৪নং ওয়ার্ডের হাজী আবদুর রাজ্জাক। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকাল ৫টায় পৌরসভার ৪ নং ওয়ার্ডের জগতপুর গ্রামের হাজী আবদুর রাজ্জাক এর নিজ বাড়িতে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
মহামারী করোনার প্রভাবে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে রোজাকে সামনে রেখে ইফতার সামগ্রী তুলে দিতেই এই আয়োজন। সামাজিক দূরত্ব বজায় রেখে এই সকল খাদ্য সামগ্রী সকলের হাতে তুলে দেন দাগনভূঞা পৌর মেয়র ওমর ফারুক খাঁন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ৪নং ওয়ার্ড কাউন্সিলর আবদুল কুদ্দুস মিজান, আবুল হোসেন প্রমুখ।
হাজী আবদুর রাজ্জাকের অর্থায়নে ১৫০ পরিবারের প্রতিটি প্যাকেটে ছিল ২ কেজি ছোলা, ১ কেজি সয়াবিন, ১ কেজি চিনি, চিডা ১কেজি, লবণ ১ কেজি, পেয়াজ ১ কেজি, আলু ২ কেজি, বুট ডাল ১ কেজি ও মুডি ১ কেজি।