দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের দরবেশের হাট বাজারে সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে ভয়াবহ অ গ্নি কান্ডে ১৫টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিস সূত্র জানায়।
জানা যায়, বৈদ্যুতিক শটসার্কিটে এ অ গ্নি কান্ড সংগঠিত হয়েছে। এতে চা দোকান, ওষধ দোকান, ইলেক্টনিক্স দোকান, মুদি দোকান সহ বিভিন্ন রকম দোকান পুটে যায়।
খবর পেয়ে ফেনী থেকে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনে।
ফেনী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খালেদ বিন রাশেদ জানান, বৈদ্যুতিক শটসার্কিটে ১৫টি দোকান পুড়ে যায়। ক্ষতির পরিবার প্রায় ৭ লাখ টাকা।