রাজধানীতে আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণাকে কেন্দ্র করে রাত থেকেই তৈরি হয়েছে উত্তেজনা। এদিকে রোববার (১০ নভেম্বর) পাল্টা কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। রাত থেকেই রাজধানীর নূর হোসেন চত্বর, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সামনে অবস্থান নিয়েছেন ছাত্র-জনতা। এ সময় দুজনকে ছাত্রলীগের কর্মী সন্দেহে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন তারা।
শনিবার (০৯ নভেম্বর) মধ্য রাতে শহীদ নূর হোসেনের স্মরণে ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে রোববার (১০ নভেম্বর) বিকেল ৩টায় রাজধানীতে বিক্ষোভ মিছিলের ডাক দেয় আওয়ামী লীগ। শুক্রবার রাতে আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করা এক পোস্টারে এ কর্মসূচি ঘোষণা করে দলটি। এরপর থেকে এ নিয়ে শুরু হয় নানা জল্পনা কল্পনা।
শনিবার পতিত স্বৈরাচার আওয়ামী লীগের বিচারের দাবিতে রাজধানীর গুলিস্তানে পাল্টা গণজমায়েতের ঘোষণা দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তবে রাতেই ছাত্র-জনতার ব্যানারে নূর হোসেন চত্বরে অবস্থান নেন গণ অধিকার পরিষদের নেতা-কর্মীরা। আওয়ামী লীগকে প্রতিহত করতে রাতভর অবস্থান নেয়ার কথাও জানান তারা।
এদিকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেন বিএনপির অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। এসময় দু’জনকে নিষিদ্ধ ঘোষিত দল ছাত্রলীগ সন্দেহে গণপিটুনি দেন তারা। এতে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় সেখানে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে পুলিশ। পরে তাদেরকে পুলিশের হাতে সোপর্দ করা হয়।
এ সময় বিএনপি নেতা-কর্মীরা জানান, কোনো অবস্থাতেই রাস্তায় নামতে দেয়া হবে না গণহত্যাকারী দল আওয়ামী লীগকে। তাদেরকে প্রতিহত করতে রাতদিন কড়া পাহারায় থাকা হবে বলেও জানান তারা।
এছাড়াও শনিবার রাতে নিজের ফেসবুক আইডিতে রোববার ১২টায় গণজমায়েতের ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনর অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। এদিকে নোয়াখালীতে আরেক সমন্বয়ক হান্নান মাসুদ বলেন, আওয়ামী লীগকে প্রতিহত করতে রোববার দিনভর রাজপথে অবস্থান করবে ছাত্র-জনতা।
আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে সজাগ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও। মোহাম্মদপুরে ট্রাম্পের ছবি সংবলিত ব্যানারসহ আটক করা হয়েছে দুজনকে। এছাড়া রাজধানীর দুটি স্থানে চেকপোস্ট বসিয়ে ঢাকায় প্রবেশকালে গাড়ি তল্লাশি করছে পুলিশ।