নগরীর দামপাড়ায় বাড়ি লকডাউনের পর এবার ডবলমুরিং থানার পাঠানটুলী এলাকায় একটি বাড়ি লকডাউন করেছে পুলিশ। বাড়িটির এক বাসিন্দা চট্টগ্রামে প্রথম শনাক্ত হওয়া করোনা রোগীর নিকটাত্মীয়। ওই ব্যক্তি দামপাড়ায় করোনা আক্রান্ত রোগীকে তার বাসায় দেখতে গিয়েছিলেন।
আজ শনিবার (৪ এপ্রিল) ওই বাড়িটি লকডাউন করে প্রশাসন।
একই ব্যক্তি করোনা আক্রান্ত রোগীকে ন্যাশনাল হাসপাতালেও দেখতে গিয়েছিলেন এবং তার ক্লোজ কন্টাক্টে ছিলেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।
লকডাউন হওয়া বাড়িটি ডবলমুরিং থানাধীন পাঠানটুলী সুপারিওয়ালাপাড়া এলাকায়।
বিষয়টি নিশ্চিত করেন ডাবলমুরিং থানার ওসি সদীপ কুমার দাশ বলেন, পাঠানটুলী সুপারিওয়ালাপাড়া এলাকায় একটি বাড়ি লকডাউন করা হয়েছে।
তিনি জানান, এ বাড়িতে দামপাড়ায় করোনা আক্রান্ত রোগীর আত্মীয় থাকেন। করোনা আক্রান্ত ওই ব্যক্তি অসুস্থ হওয়ার পর তাকে দেখতে গিয়েছিলেন। ন্যাশনাল হাসপাতালেও ওই ব্যক্তিকে দেখতে গিয়েছিলেন।
প্রসঙ্গত, গতকাল শুক্রবার আন্দরকিল্লার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন থাকা এক রোগীর শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ রয়েছে বলে জানায় বিআইটিআইডি।