অন্যান্য

টাকার অভাবে আটকে আছে শাকিবের শুটিং

আর্থিক সংকটের কারণে আটকে আছে কয়েকটি নির্মাধীন চলচ্চিত্রের শুটিং। এই চলচ্চিত্রগুলোতে যারা অভিনয় করছেন তারা ঢালিউডের এসময়কার জনপ্রিয় অভিনয়শিল্পী। ছবিগুলোর ৮০ থেকে ৯০ ভাগ কাজ শেষ হয়েছে। পরিচালকরা বলছেন আর্থিক সংকটের বিষয়টি শিগগিরই সমাধান করে শুটিং শুরু করবেন।

আটকে থাকা ছবিগুলোর মধ্যে, ফেরদৌস ও জয়া আহসান অভিনীত মাহমুদ দিদারের বিউটি সার্কাস, শাকিব খান ও জাহারা মিতু অভিনীত বদিউল আলম খোকনের আগুন, রোশান ও অধরা খান অভিনীত অপূর্ব রানার উন্মাদ, সাইমন ও মাহিয়া মাহি অভিনীত বদিউল আলমের আমার মা আমার বেহেস্ত, মাহি ও বাপ্পী চৌধুরী অভিনীত গাজী জাহাঙ্গীরের প্রেমের বাঁধন, নিরব ও জলি অভিনীত বন্ধন বিশ্বাসের অফিসার রিটার্নস।

বদিউল আলম খোকন পরিচালিত আগুন সিনেমার শুটিং বন্ধ আছে গত বছরের সেপ্টেম্বর থেকে। ছবির প্রযোজক ক্যাসিনো কেলেঙ্কারিতে আটক হওয়ার পর থেকে কাজ বন্ধ আছে। চারটি গানের কাজসহ আর ২ থেকে ৩ দিন শুটিং করলে ছবির কাজ শেষ হয়ে যাবে। পরিচালক বলেন, ছবির প্রযোজক একজন ঠিকাদার। তার নানা সমস্যার কারণে টাকা দিতে না পারায় কাজটি আটকে আছে। ইতোমধ্যে ছবির দৃশ্যধারণের কাজ শেষ করা হয়েছে। বাকি আছে দুটি গান।

বদিউল আলমের আমার মা আমার বেহেস্ত প্রায় ৬০ শতাংশ কাজ শেষ হওয়ার পর বাজেটের অভাবে বছরখানেক ধরে শুটিং বন্ধ আছে। পরিচালক বদিউল আলম জানিয়েছেন, নতুন আরেকজন প্রযোজক নিয়ে ছবির বাকি কাজ চলতি মাসের শেষের দিকে শুরু করবেন।

গত বছরের একদম শেষে এসে শুটিং শুরু হয় উন্মাদ ছবির। ছবিটির প্রথম লটের  ৩০ শতাংশ কাজ হয়েছে। পরিচালক অপূর্ব রানা বলেন, ‘এখন প্রযোজক যুক্তরাষ্ট্রে আছেন। মার্চ মাসে ফেরার কথা। ফিরলেই কাজ শুরু হবে।’

গাজী জাহাঙ্গীরের প্রেমের বাঁধন ছবির শুটিং প্রায় আড়াই বছর আটকে আছে। ছবির পরিচালক গাজী জাহাঙ্গীর জানান, ছবি শেষ করতে গানগুলোর শুটিংসহ আরও চার দিন শুটিং করতে হবে। ছবির অল্প কাজ বাকি আছে। সব শিল্পীর শিডিউল মিলিয়ে তাড়াতাড়ি কাজ শেষ করব।’

নিরব ও জলি অভিনীত বন্ধন বিশ্বাসের অফিসার রিটার্নস প্রায় ২৫ শতাংশ কাজ শেষ হয়েছে। ২০১৭ সালের ১৭ ফেব্রুয়ারি শুটিং শুরু হয় বিউটি সার্কাস ছবির। তিন বছর পেরিয়ে গেলেও এখনো কাজ শেষ হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *