জেনারেটরের বি’স্ফো’রণে রাঙামাটি শহরের পার্বত্য চট্টগ্রাম বিভাগের ৪টি অফিসে অ’গ্নি’কা’ণ্ডের ঘটনা ঘটেছে। এতে পু’ড়ে গেছে জরুরি কাগজপত্রাদি ও আসবাবপত্র।
রবিবার (১৫ মার্চ) সকাল ১০টার দিকে শহরের প্রাণকেন্দ্র বনরূপা ফরেস্ট অফিসে এ অ’গ্নি’কা’ণ্ডের ঘটনা ঘটে।
ফায়া’র সার্ভিস, সেনাবাহিনী, পুলিশ, রেড ক্রিসেন্ট ও স্থানীয়রা প্রায় দেড় ঘণ্টাব্যাপী চেষ্টা করে আগু’ন নিয়ন্ত্রণে আনে।
পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. আবদুল ছালেক প্রধান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকাল থেকে বনরুপা এলাকায় বিদ্যুৎ না থাকায় জেনারেটর চালু করে অফিসের জরুরি কাজ করতে গিয়ে জেনারেটরের শর্ট সার্কিট হতে আ’গুন ধরে মুহূর্তের মধ্যে চারদিক ছড়িয়ে পড়ে। এতে বন বিভাগের ৪টি বিভাগই পু’ড়ে যায়।
বিভাগগুলো হচ্ছে- উত্তর, দক্ষিণ, ইউএসএফ ও ঝুম নিয়ন্ত্রণ। আ’গুনে আসবাবপত্র ও অফিসের সকল কাগজপত্রাদি পু’ড়ে গেছে। আ’গুন এত দ্রুত ছড়িয়ে পড়েছে যে কিছুই বের করা সম্ভাব হয়নি। ৪টি অফিসের কোন কাগজপত্র বা আসবাবপত্র বের করা সম্ভব হয়নি।
জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ বলেন, ফায়া’র সার্ভিসকে একটি তদন্ত কমিটি গঠন করতে বলেছি। সে কমিটি তদন্ত করে অ’গ্নি’কা’ণ্ডের কারণ বের করবে। তবে কত সদস্যের কমিটি বা কত কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবে সে বিষয়ে তাৎক্ষণিক কিছু বলতে পারেননি তিনি।
ফা’য়ার সার্ভিসের স্টেশন অফিসার উদয়ন চাকমা বলেন, দু’র্ঘ’টনার বেশ কিছুক্ষণ পর খবর পেয়ে ফা’য়ার সার্ভিস টীম ঘটনাস্থলে পৌছেন। প্রায় দেড় ঘণ্টাব্যাপী চেষ্টার পর আ’গুন নিয়ন্ত্রণে আসে। তবে আ’গুন কিভাবে লেগেছে তা স্পষ্ট করে বলতে পারছেননা তিনি।
বন বিভাগের লোকজন থেকে শুনেছি জেনারেটর থেকে সম্ভাব্য আ’গুনের সূত্রপাত হতে পারে। এ ব্যাপারে একটি তদন্ত কমিটি গঠন করা হবে।