আওয়ামী লীগ সরকারে থাকার সময় সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টির সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের টানাপড়েনের মধ্যে ঢাকার বিজয়নগরের দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দিয়েছে একদল মানুষ
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে এই ঘটনার পর ফেইসবুকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ জাতীয় পার্টিকে উদ্দেশ করে লেখেন, “এবার এই জাতীয় বেইমানদের উৎখাত নিশ্চিত।”
ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে খবর পেয়ে সেখানে আগুন নেভানোর জন্য দুই ইউনিট পাঠানো হয়েছে।
জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, “আমাদের সাথে তারা যা করছে, এ ঘটনা সারা দেশের মানুষ দেখতেছে। একদম প্রকাশ্যে, লাইভ চলতেছে ফেসবুকে-মিডিয়াগুলোতে। আমি আর কিছু বলতে চাচ্ছি না।”
রাত ৮টায় রমনা বিভাগের এডিসি জুয়েল রানা বলেন, “আমরা এখানেই আছি। ছাত্র-জনতা এসে জাতীয় পার্টির অফিসে আগুন দিয়েছে। এখন আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে এখানে এখনো অনেক ছাত্র-জনতা ভিড় করে রয়েছে।”
জানতে চাইলে তিনি বলেন, “এখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আমরা এখানে আছি।”
জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলার কিছুক্ষণের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ফেইসবুকে পোস্ট দিয়ে লেখেন, “জাতীয় বেইমান এই জাতীয় পার্টি অস্ত্রশস্ত্র নিয়ে বিজয়নগরে আমাদের ভাইদের পিটিয়েছে, অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে। এবার এই জাতীয় বেইমানদের উৎখাত নিশ্চিত।”
৮টা ৩০ মিনিটে সেই পোস্ট এডিট করে তিনি লেখেন, “রাজু ভাস্কর্য থেকে ৮.৩০ এ মিছিল নিয়ে আমরা বিজয়নগরে মুভ করব। জাতীয় বেইমানদের নিশ্চিহ্ন করতে হবে।”