ছাগলনাইয়ায় ভ্রাম্যমান আদালতে ৬ ব্যবসায়িকে জরিমানা করা হয়েছে। সোমবার ( ২৭ এপ্রিল) দুপুরে ছাগলনাইয়া বাজারে করোনা ভাইরাস প্রতিরোধ ব্যবস্থায় সামাজিক দুরত্ব বজায়; দ্রব্যমূল্য মনিটরিং ও জারীকৃত নির্দেশনা বজায় রাখতে এসিল্যান্ড নাহিদা আক্তার তানিয়া অভিযান পরিচালনা করেন ।
অভিযানে দোকান খোলা রেখে গণজমায়েত সৃষ্টি করায় ও জারীকৃত নির্দেশনা অমান্য করায় ৬ জন দোকান মালিককে ৬হাজার ৭শ টাকা জরিমানা করা হয়। এছাড়া গণজমায়েত করে আড্ডা না দেওয়ার এবং সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়ে জনসাধারণকে সচেতন করা হয়।