ছাগলনাইয়া

ছাগলনাইয়ায় পঁচা গরুর মাংস বিক্রি করায় ব্যবসায়ীর জরিমানা

ছাগলনাইয়া পৌর শহরের জমদ্দার বাজারে পঁচা-বাসি গরুর মাংস বিক্রি করায় ১জন ব্যবসায়ীকে ৫হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এসময় ২মণ পঁচা-বাসি গরুর মাংস জব্ধ করে ধ্বংস করা হয়।

শনিবার সকালে ছাগলনাইয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট নাহিদা আক্তার তানিয়া এ অভিযান পরিচালনা করেন।

ছাগলনাইয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট নাহিদা আক্তার তানিয়া বলেন, সকল অনিয়ম ও ভেজালরোধে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে। বাজারে ঘোরাঘুরি না করে ঘরে থেকে করোনা ভাইরাস থেকে নিজেকে, নিজ পরিবারকে ও দেশবাসীকে সুরক্ষিত রাখার জন্য তিনি সকলের প্রতি অনুরোধ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *