করোনা ভাইরাসের সংক্রমণ সন্দেহে ছাগলনাইয়া উপজেলায় মোট ৫জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য চট্রগ্রামের ফৌজদার হাট পরীক্ষাগারে পাঠানো হয়েছে।
ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শিহাব উদ্দিন জানান, উপসর্গ দেখে প্রাথমিকভাবে সন্দেহজনক মনে হওয়ায় গত তিন দিনে ৫জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠিয়েছি।
সকলের রিপোর্ট পাওয়া গেছে। তাদের কারো করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়নি।