ছাগলনাইয়া

ছাগলনাইয়ায় সিএনজির ধাক্কায় পথচারী নি”হত

ছাগলনাইয়ায় রাস্তা পার হতে গিয়ে সিএনজি অটোরিকশার ধাক্কায় মোঃ শাহাজান নামে এক ব্যক্তি নি”হত হয়েছে। সোমবার (২০জানুয়ারি) বেলা ১১ টার দিকে ছাগলনাইয়া-শুভপুর সড়কের পূর্ব মধুগ্রাম রাস্তার মাথায় এ দু”র্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও নি”হতের চাচাতো ভাই আজগর হোসেন জানান, ওই দিন ছাগলনাইয়া বাজার থেকে মালামাল ক্রয় করে সিএনজি অটোরিকশা করে বাড়ি ফিরছিলেন শাহাজান।

গাড়ি থেকে পূর্ব মধুগ্রাম স্ট্যান্ডে নেমে রাস্তা পার হওয়ার সময় ছাগলনাইয়াগামী একটি সিএনজি অটোরিকশা তাকে ধাক্কায় দেয়। এতে গুর“ত্বর আ”হত অবস্থায় আশপাশের লোকজন উ”দ্ধার করে ফেনী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃ”ত ঘোষনা করেন।

তিনি পূর্ব মধুগ্রামের (জুজার গ্রাম) গোলাম নবি ভুঁইয়া বাড়ির রহিম উল্যার ছেলে। তিনি একসময় শ্রমিক নেতা ছিলেন। বর্তমানে বাড়িতে কৃষি কাজ করতেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *