জীবনের ঝুঁকি নিয়ে চাকরি বাঁচাতে ৭০ কিলোমিটার পাহাড়ি পথ হেঁটে যাত্রা শুরু করেছেন পোশাক শ্রমিকরা। পোশাক কারখানার নির্ধারিত ছুটি শেষ হওয়ায় রাঙামাটি থেকে পোশাকশ্রমিকরা চট্টগ্রামে নিজ কর্মস্থলের পথে যাত্রা শুরু করেন।
শনিবার (৪ এপ্রিল) সকালে জেলার বিভিন্ন উপজেলায় অবস্থানরত পোশাকশ্রমিকদের দলে দলে হেঁটে যেতে দেখা গেছে তাদের কর্মস্থলের দিকে।
করোনা ভাইরাইসের ঝুঁকি রোধে গত ২৬ মার্চ থেকে ১০ দিনের ছুটি ঘোষণা করে সরকার। আর এ ছুটির কারণে সব প্রকার যান চলাচল বন্ধ রয়েছে। এরই মধ্যে এ ছুটি বাড়িয়ে ১১ এপ্রিল করা হলেও পোশাক শ্রমিকরা সে ছুটি পাননি। তাই চাকরি বাঁচাতে হেঁটেই যাত্রা শুরু করেছেন বলে জানান তারা।