চট্টগ্রামের চন্দনাইশে দোহাজারী এলাকায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার (৯ মে) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিবেদিতা চাকমার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় ১১ হাজার দুইশ’ টাকা জরিমানা আদায় করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নিবেদিতা চাকমা বলেন, শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত দোহাজারী পৌর এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে মুদির দোকানদার নূর হোসেনকে ১০ হাজার, মো. রিদুয়ানকে এক হাজার, চা দোকানদার আবদুর রহিমকে দুইশ’ টাকাসহ ১১ হাজার দুইশ’ টাকা জরিমানা আদায় করা হয়। আগামীতেও ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান পরিচালিত হবে বলেও জানান তিনি।