ফটিকছড়ি থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উদ্দেশ্যে ছেড়ে যাওয়া শিক্ষার্থীবাহী একটি বাস খাদে পড়ে গেছে। এতে অন্তত ২৫ শিক্ষার্থী আ’হত হয়েছে বলে জানা যায়।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে মনিয়া পুকুর চেয়ারম্যান ঘাটায় এই দু’র্ঘ’টনা ঘটে।
জানা যায়, ফটিকছড়ি থেকে ছেড়ে আসা বিআরটিসির বাসটি মনিয়াপুরের চেয়ারম্যান ঘাটা এলাকায় আসলে অপর একটি বাসকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বিলে পরে যায়। এতে অন্তত ২৫ জন শিক্ষার্থী আ’হত হয়। এর মধ্যে ৮ জনকে উন্নত চিকিৎসা দেয়ার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর এস এম মনিরুল হাসান বলেন, ফটিকছড়ি থেকে আসা একটা বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পরে যায়। আমরা ঘটনাস্থলে এসেছি। আ’হত ৮ জনকে চমেকে পাঠানো হয়েছে।