অন্যান্য

চট্টগ্রাম বিভাগের ৯ জনসহ ২৪ ঘণ্টায় ২৪ মৃ, ত্যু

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৪ জনের মৃ, ত্যু হয়েছে, যাদের ৯ জনই চট্টগ্রাম বিভাগের। এছাড়া ঢাকা বিভাগের রয়েছেন ১৩ জন। এ নিয়ে ভাইরাসটিতে এখন পর্যন্ত মোট ৪৩২ জন মারা গেলেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও এক হাজার ৬৯৪ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০ হাজার ২০৫ জনে।

২৪ ঘণ্টায় মৃ, তদের এলাকাভিত্তিক বিশ্লেষণে ডা. নাসিমা বলেন, ঢাকা বিভাগে ১৩ জন, চট্টগ্রাম বিভাগের নয় জন, বরিশাল বিভাগে একজন ও ময়মনসিংহ বিভাগের একজন রয়েছেন।

শুক্রবার (২২ মে) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। বুলেটিন উপস্থাপন করেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও নয় হাজার ৯৯৩টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় নয় হাজার ৭২৭টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো দুই লাখ ২৩ হাজার ৮৪১টি। নতুন নমুনা পরীক্ষায় আরও এক হাজার ৬৯৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ২০৫ জন। আক্রান্তদের মধ্যে মা রা গেছেন আরও ২৪ জন, যা একদিনে সর্বোচ্চ মৃ ত্যুর রেকর্ড। ফলে মৃ তের সংখ্যা দাঁড়াল ৪৩২ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হ‌য়েছেন আরও ৫৮৮ জন। এ নি‌য়ে সুস্থ হ‌য়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়াল ছয় হাজার ১৯০ জ‌নে।

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ১,৬৯৪ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৩০ হাজার ২০৫ জন।

অন্যদিকে, বৃহস্পতিবার (২১ মে) রাত পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ১৩২৫ জন। যাদের মধ্যে ১৪০ জন সুস্থ হওয়ার পাশাপাশি মারা গেছেন ৪৫ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *