মরণব্যাধি ভাইরাস কোভিড-১৯ বা করোনা ভাইরাসের প্রাদুর্ভাব যতো বাড়ছে চট্টগ্রামে ততো মানুষের অবহেলাও বাড়ছে।
কেউ মানছে না সামাজিক দুরত্ব, স্বভাবিক দিনের মতো ঘোরাঘুরি করছে সবাই। বেশিরভাগ ভীড় করে দুপুরের পর থেকে।
দোকানপাট, মার্কেট খুলে দেওয়ার ঘোষণা আসার পর থেকে মানুষের আনাগোনা বৃদ্ধি পেয়েছে।
তাছাড়া হকার্স আর রিকশাচালকদের জন্য ভীড় বাড়ছে বহদ্দারহাটে সবাই মনে করছে।
এনিয়ে একজন পথচারী থেকে জিজ্ঞাসা করলে তিনি মানববার্তাকে বলেন এদেশে এখন ঘরে ঘরে অভাব নেমেছে, অভাবের মধ্যে ঘরে থাকতে চাইলেও থাকতে পারছি না।
এভাবে কেউ সামজিক দুরত্ব না মানলে শারীরিক দুরত্ব না মানলে চট্টগ্রামে আরো ভয়াবহ অবস্থায় পরিণত হবে। তাছাড়া গতকাল বহদ্দারহাটে একজন করোনা পজিটিভ রোগী শনাক্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে।