করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর বেসরকারি ন্যাশনাল হাসপাতালের ৩ চিকিৎসকসহ ১৮ জনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
শনিবার (৪ এপ্রিল) সকাল ১১টায় চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘শুক্রবার (৩ এপ্রিল) ৩২ জনের নমুনা পরীক্ষা করা হয় চট্টগ্রাম বিআইটিআইডিতে। এতে একজনের শরীরে করোনা পজেটিভ রয়েছে বলে শনাক্ত হয়। এরপরই সেখানকার তিনজন চিকিৎসক, নার্সসহ মোট ১৮ জনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। তবে পুরো হাসপাতাল লকডাউনের কোন প্রয়োজন নেই। এরপরই দামপাড়া এলাকায় তার বাড়িটি লকডাউন করে কর্তৃপক্ষ।