চট্টগ্রামে সিএনজি গাড়ি চোর চক্রের প্রধানসহ ৩ সদস্য গ্রেপ্তার
চট্টগ্রামে চোরাই গাড়ি চক্র ‘রাসেল সিন্ডিকেটে’র প্রধান রাসেলসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে র্যাব।





গ্রেপ্তারকৃতরা হলেন- সীতাকুণ্ড থানার ছোট কুমিরার মৃত রেণু মিয়ার ছেলে বেলাল (২৩), হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার বিতলং গ্রামের আব্দুল জলিলের ছেলে মো. রাসেল (২৬) ও একই থানার উত্তর ফেদায় নগর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে মো. সোহেল (২৪)।
চান্দগাঁও থানার বহদ্দারহাট আরকান রোড এলাকা থেকে রবিবার (২৬ জুন) দিবাগত রাত সোয়া ১২টায় তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বিষয়টি নিশ্চিত করেছেন।





তিনি জানান, আব্দুল ওয়াজেদ নামে এক ব্যক্তির একটি সিএনজি অটোরিকশা চুরি হয় গত ১০ জুন দিবাগত রাত সাড়ে ১২টায় বায়েজিদ থেকে। তিনি এ ঘটনায় মামলা দায়েয়ের পর র্যাবের কাছেও একটি অভিযোগ দেন। গতকাল রবিবার দিবাগত রাতে অভিযোগের ভিত্তিতে বহদ্দারহাট আরকান রোড এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায়। এ সময় চেকপোস্টের দিকে আসা একটি সিএনজিসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়। পরে ভুক্তভোগী সিএনজিটি শনাক্ত করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চুরির কথা স্বীকার করে। তারা নিজেদের সিএনজি অটোরিকশা চোর চক্রের সক্রিয় সদস্য বলে জানায়।





গ্রেপ্তারকৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।