চট্টগ্রামের রাউজানে গ’লাকে’টে একে এম নুরুল আজম (৭০) নামে এক বৃদ্ধকে হ’ত্যা করেছে দু’র্বৃ’ত্তরা।
শনিবার সকাল ১০টার দিকে উপজেলার উরকিরচর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে হাড়পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। প্রকাশ্যে কিরিচ দিয়ে শি’রশ্ছে’দ করে সড়কের পাশে অনাবাদি জমিতে ফেলে পালিয়ে যায় ঘা’ত’করা।
স্থানীয়রা জানান, নি’হ’ত একেএম নুরুল আজম হাটহাজারী উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের গুড়ামিয়া চৌধুরী বাড়ির বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে রাউজানে একটি স্টেশনারি দোকানে কাজ করতেন। নুরুল আজমকে হ’ত্যা করতে দেখেছেন স্থানীয় একজন। নিরাপত্তার জন্য প্রত্যক্ষদর্শীকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে।
ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মীর হোসেন।ওসি মীর হোসেন বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। ঘটনার সূত্র উদঘাটনের চেষ্টা চলছে।’