চট্টগ্রামের দুটি ল্যাবে গত ২৪ ঘন্টায় ৩৯১টি নমুনা পরীক্ষায় আরও ৯২ জন করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে ৯১ জনই চট্টগ্রাম জেলার, অন্য একজন ফেনী জেলার। চট্টগ্রাম জেলায় শনাক্ত হওয়া ৯১ জনের মধ্যে ৭৬ জন নগরের ও ১৫ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এর মধ্যে একজন চিকিৎসাধীন করোনা রোগীও রয়েছেন। ফলে চট্টগ্রাম জেলায় নতুন করে শনাক্ত হওয়া রোগীর সংখ্যা ৯০ জন।
‘পূর্ণাঙ্গ ফলাফল না পাওয়ায়’ জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে বৃহস্পতিবার (২১ মে) করোনাভাইরাস টেস্টের ফলাফল না জানানোর সিদ্ধান্ত নেওয়া হলেও চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাব ও বিআইটিয়াইডি ল্যাবের নির্ভরযোগ্য সূত্রে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।
এই দুই ল্যাব থেকে পাওয়া তথ্য অনুযায়ী বৃহস্পতিবার করোনা শনাক্ত হল চার চিকিৎসকের শরীরে। এর মধ্যে দুই চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের— একজন ৪০ বছর বয়সী পুরুষ এবং অপরজন ২৯ বছর বয়সী মহিলা। এছাড়া রয়েছেন পাথরঘাটা এলাকার ৩২ বছর বয়সী এক চিকিৎসকও। এছাড়া হাটহাজারীতেও ৩৪ বছর বয়সী একজন ডাক্তার আক্রান্ত হয়েছেন বৃহস্পতিবারের পরীক্ষায়। অন্যদিকে করোনাভাইরাস শনাক্ত হল দুই মাসের এক শিশুর শরীরেও।
এছাড়া বিশেষায়িত বাহিনী র্যাব-৭ এর চার সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এরা হলেন ৩৭ বছর বয়সী এএসআই, ৩৫ বছর বয়সী কর্পোরাল এবং ৩৭ বছর বয়সী এক সিপাহী ও অন্যজন ৩২ বছর বয়সী। চট্টগ্রামের ফায়ার সার্ভিসে কর্মরত দুই সদস্যও আক্রান্ত হয়েছেন করোনায়— এদের একজনের বয়স ৩০, অন্যজনের ৩৩।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের আরটি পিসিআর ল্যাবে (১২৯) টি নমুনা পরীক্ষায় ৭০ জনের শরীরে করোনা পজিটিভ পাওয়া গেছে। এর মধ্যে মহানগরীর ৬৬ জন ও উপজেলার তিনজন এবং ভিন্ন জেলার একজন বাসিন্দা।
নগরীতে শনাক্ত হওয়া ৭০ জনের মধ্যে দারোগাহাট রোডের তিনজন— এদের একজন ৬১ বছর বয়সী পুরুষ ও দুজন নারী। এই দুই নারীর একজনের ৩১ বছর এবং আরেকজনের বয়স ৫০ বছর। এছাড়া করোনার জীবাণু মিলেছে মুরাদপুর এলাকার ৬২ বছর বয়সী পুরুষ, আন্দরকিল্লার ১৬ বছর বয়সী কিশোর, কাঠগড় এলাকার ৩২ বছর বয়সী পুরুষ, ঝাউতলা এলাকার ৫৫ বছর বয়সী নারী, কোতোয়ালী মোড় এলাকার ৪২ বছর বয়সী পুরুষ, হালিশহর এলাকার ৪২ বছর বয়সী পুরুষ।, দেওয়ান বাজার এলাকার ৫০ বছর বয়সী পুরুষ, চকবাজার এলাকার ৬৭ বছর বয়সী পুরুষ, চমেক হাসপাতালের ১৬ নং ওয়ার্ডের ৪০ বছর বয়সী এক নারী চিকিৎসক, হালিশহর বি ব্লক এলাকার ১৮ বছর বয়সী নারী, ইপিজেড গেট এলাকার ৪৫ বছর বয়সী পুরুষ, আগ্রাবাদ এলাকার ৩৩ বছর বয়সী পুরুষ, হালিশহরের ৬০ বছর বয়সী নারী, মোহাম্মদপুর এলাকার ৪২ বছর বয়সী পুরুষ, টেক্সটাইল এলাকার ৩৩ বছর বয়সী পুরুষ, চকবাজার এলাকার ৪০ বছর বয়সী পুরুষ, হালিশহরের ৩৬ বছর বয়সী এক পুরুষ ও খুলশী এলাকায় ২৭ বছর বয়সী এক পুরুষের শরীরে।
দিনের পরীক্ষায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে ফরিদা পাড়া এলাকার ২৮ ও ৫২ বছর বয়সী দুই পুরুষ এবং ৩০ বছর বয়সী নারী, সিএমসির ৪০ বছর বয়সী পুরুষ, বন্দর এলাকার ৫৫ বছর বয়সী পুরুষ, চকবাজার এলাকার ২২ বছর বয়সী পুরুষ, নেভি হাসপাতালের ৪৮ বছর বয়সী পুরুষ, বাকলিয়ার ৫৩ বছর বয়সী পুরুষ।, ফ্রিপোর্ট এলাকার ৩২ বছর বয়সী পুরুষ, পটিয়ার ৪২ বছর বয়সী পুরুষ, চান্দগাঁওয়ের মৌলভী পুকুরপাড় এলাকার ৩৯ বছর বয়সী পুরুষ, চট্টগ্রাম জেনারেল হাসপাতালের ৪১ বছর বয়সী নারী, ইপিজেড নিউমুরিং এলাকার ২৮ বছর বয়সী নারী, নেভি হাসপাতালের ৩৪ বছর বয়সী এক নারীর শরীরে।
এছাড়া বাকলিয়ার বগারবিল এলাকার ২৮ বছর বয়সী পুরুষ, চরপাথরঘাটা এলাকার ২২ বছর বয়সী পুরুষ, জেনারেল হাসপাতালের ৫৪ বছর বয়সী পুরুষ, খুলশী ১৩ নং ওয়ার্ডের ৩৫ বছর বয়সী পুরুষ, ২৫ নং কোরবানীগঞ্জ এলাকার ৪৬ বছর বয়সী নারী, আগ্রাবাদের ৪৫ বছর বয়সী পুরুষ, চমেক হাসপাতালের ৫৭ বছর বয়সী নারী, বন্দর ফকিরহাট এলাকার ২২ বছর বয়সী পুরুষ, পতেঙ্গার ২২ বছর বয়সী নারী, কালিশাহ এলাকার ১২ বছর বয়সী কিশোরী, ফিরিঙ্গিবাজার এলাকার ৪৮ বছর বয়সী পুরুষ, ফায়ার সার্ভিসের ৩০ ও ৩৩ বছর বয়সী দুই কর্মীর নমুনা পজিটিভ এসেছে।
করোনা শনাক্ত হল চমেক হাসপাতালের ১৬ নং ওয়ার্ডের এক চিকিৎসকসহ লালখান বাজার এলাকার ৪০ বছর বয়সী একজন, চমেক হাসপাতালের ব্লক ২৬ নং ওয়ার্ডের ২১ বছর বয়সী পুরুষ, রাজাখালী এলাকার ৩৯ ও ৪৩ বছর বয়সী দুইজন পুরুষ, চমেক হাসপাতালের গাইনি বিভাগের ২৯ বছর বয়সী এক নারী চিকিৎসক, আগ্রাবাদ এলাকার ৪৪ বছর বয়সী একজন পুরুষ এবং মনসুরাবাদ এলাকার ৫৫ বছর বয়সী পুরুষের দেহে।
অন্যদিকে ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) আজ ২৬২ টি নমুনা পরীক্ষায় ২২ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। এর মধ্যে ১০ জন নগরীর ও ১২ জন বিভিন্ন উপজেলার।
মহানগরীর ১০ জনের মধ্যে রয়েছেন র্যাব-৭ এর ৩১ বছর বয়সী পুরুষ, সবুজবাগ এলাকার ৩৬ বছর বয়সী পুরুষ, শেরশাহ কলোনি এলাকার ৪০ বছর বয়সী পুরুষ, হালিশহর এলাকার ৫২ বছর বয়সী পুরুষ, কোরবানিগঞ্জ এলাকার ৪৬ বছর বয়সী পুরুষ বয়স, ৩০ বছর বয়সী এক পুলিশ সদস্য, হালিশহর এলাকার ৭৪ বছর বয়সী পুরুষ এবং সাগরিকা এলাকার ৪৫ বছর বয়সী নারী। এছাড়া বিআইটিআইডির পরীক্ষায় করোনাভাইরাস শনাক্ত হল দুই মাসের এক শিশুর শরীরেও।
অন্যদিকে উপজেলাগুলোর মধ্যে সন্দ্বীপ উপজেলার তিনজন পুরুষের মধ্যে দুজন সন্দ্বীপ থানার। থানার দুই জনের বয়স ৩০ ও ৪২ বছর। হাটহাজারী উপজেলার এক ডাক্তার সহ ৬ জন। তার মধ্যে ডাক্তারের বয়স ৩৪ বছর, তিনি একজন নারী। বাকি ৫ জনের একজন ২৮ বছর বয়সী নারী। একজনের বয়স জানা যায়নি। বাকি চারজনের একজন ২৫ বছর, একজন ৩০ বছর, একজন ৫৭ বছরও একজন ৩৪ বছর বয়সী তারা সকলেই পুরুষ। এছাড়া সীতাকুন্ড উপজেলার বারবকুন্ডের ২৬ বছর বয়সী একজন পুরুষ। রাউজান উপজেলায় ৪৪ ও ৪০ বছর বয়সী দুইজন পুরুষ।
এছাড়া সাতকানিয়া উপজেলার ৫৪ বছর বয়সী পুরুষ এবং ফটিকছড়ি উপজেলার ৪৭ বছর বয়সী নারীর মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে শনাক্ত বেশ কয়েকজনের এলাকার নাম জানা যায়নি। এদের মধ্যে রয়েছেন ৩৮, ৪৫, ৫২, ২১, ৫০, ৫৫, ৪৫ বছর বয়সী সাতজন পুরুষ। সুত্রঃ চট্টগ্রাম প্রতিদিন।