চট্টগ্রামের হাটহাজারীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা ব্যক্তির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল ৮টায় কাটিরহাটের খন্ডলের গাটা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত ব্যক্তি রাতে রেললাইনের ওপর শুয়ে ছিল। পরে যখন ভোরে ট্রেন যাচ্ছে তখন কাটা পড়ে শরীর ৪ টুকরো হয়ে যায়।
রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শহিদুল ইসলাম বলেন, আজ সকালে ট্রেনে কাটা পড়ে একব্যক্তির মৃত্যুর খবর পেয়েছি। থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।