অন্যান্য

চট্টগ্রামে চিকিৎসকসহ আরও ২০ জন করোনায় আক্রান্ত

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ২০ জনের শরীরে করোনাভাইরাসের লক্ষণ পাওয়া গেছে।  আজ  বুধবার (১৩ মে) চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) নমুনা পরীক্ষায় এ ফলাফল আসে। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সিভাসুতে গতকাল ৪৬ নমুনা পরীক্ষা করে ২০ জনের করোনা পজেটিভ পাওয়া যায়। এদের মধ্যে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ১২জন, খাগড়াছড়ির ৩ জন ও  দুই চিকিৎসকসহ রাঙামাটির ৫ জন রয়েছেন।

চট্টগ্রামে পজেটিভ হওয়া একজন সিটি গেট এলাকার ২৪ বছর বয়সী যুবক। অন্যজন দামপাড়া পুলিশ লাইনের ৩০ বছর বয়সী পুলিশ সদস্য বলে জানা গেছে।

বাঁশখালীর আক্রান্ত ১২ জন হলেন- উত্তর জলদী ২০ বছরের যুবতী, একই পরিবারের ৮৫ বছরের বৃদ্ধ, ৫ বছরের শিশু, দক্ষিণ জলদীর ৩০ বছরের নারী, দক্ষিণ জলদীর একই পরিবারের ৪৮ বছরের নারী, ৪২ বছরের পুরুষ, ৯০ বছরের বৃদ্ধ, বৈলছড়ির ৮ মাসের শিশু, বৈলছড়ির ৬ নম্বর ওয়ার্ডের ২২ মাসের শিশু, ৫৮ বছরের বৃদ্ধ, ৫ নম্বর ওয়ার্ডের মধ্য শীল পাড়ার ৫০ বছরের বৃদ্ধা, উত্তর জলদীর কালী শাহাপাড়ার ৫৬ বছরের বৃদ্ধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *