প্রাণঘাতী করোনাভাইরাস বিরুদ্ধে লড়ছে সারাবিশ্বের চিকিৎসকরা। ইতিমধ্যে চিকিৎসকদের সুরক্ষা নিয়ে দেশে নানা আলোচনা চলছে। ইতিমধ্যে চট্টগ্রামে চিকিৎসকদের সুরক্ষার জন্য ২ হাজার পারসোনাল প্রটেক্টিভ ইক্যুইপমেন্ট (পিপিই) দিয়েছে দেশের অন্যতম বড় শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপ।
শুক্রবার (৩ এপ্রিল) সকালে চট্টগ্রাম সার্কিট হাউজে জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেনের হাতে এসব পিপিই তুলে দেন এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের পিএস মোহাম্মদ আকিজ উদ্দিন।
এ প্রসঙ্গে জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন বলেন, করোনা মহামারির এই সময়ে বাংলাদেশের অন্যতম বড় ইস্যু পিপিই। যেটা নিয়ে অনেক কথা, লেখালেখি, সংবাদ প্রচারিত হয়েছে।
তিনি বলেন, চীন থেকে পিপিই আমাদের দেশে পৌঁছেছে। পাশাপাশি আমাদের দেশের শিল্পপতিরাও এগিয়ে আসছেন। আজকে তারই উদাহরণ হিসেবে এস আলম গ্রুপের পক্ষ থেকে ২ হাজার পিপিই পেয়েছি আমরা।
শুধু সরকারি হাসপাতাল নয়, বেসরকারি হাসপাতালেও পিপিই সরবরাহ করবো আমরা। চট্টগ্রামের সরকারি-বেসরকারি প্রতিটি হাসপাতালে পিপিই পরে চিকিৎসকরা চিকিৎসা দিতে পারবেন’ যোগ করেন তিনি।
এ প্রসঙ্গে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের পিএস আকিজ উদ্দিন বলেন, করোনা মহামারিতে চিকিৎসকরা নিজেদের সুরক্ষা নিয়ে আতঙ্কে আছেন। পিপিই সংকটের কারণে ঝুঁকির মুখেও দেশের চিকিৎসকরা সেবা দিয়ে যাচ্ছেন। এই দুর্যোগকালীন সময় ছাড়াও দেশের যে কোনও প্রয়োজনে পাশে থেকেছে এস আলম গ্রুপ। চট্টগ্রামের মানুষের জন্যও চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ নিবেদিতপ্রাণ।
সেই বিষয়টি মাথায় নিয়ে করোনা মহামারীর এই দুর্যোগকালে তিনি পিপিই প্রদান করে চিকিৎসকদের পাশে দাঁড়িয়েছেন।
তিনি আরো জানান, আগামী সোমবার আরও ৩ হাজার পিপিই প্রদান করা হবে। সুত্রঃ দৈনিক পূর্বকোণ