চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) চালু হয়েছে করোনাভাইরাস পরীক্ষার দ্বিতীয় ল্যাব। বাংলাদেশ ইন্সটিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি)-এ করোনা পরীক্ষার ল্যাব চালুর একমাস পর দ্বিতীয় এ ল্যাব চালু হল।
শনিবার (২৫ এপ্রিল) থেকে ল্যাবটি চালু হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্যাথলজি ও প্যারাসাইটোলজি বিভাগের অধ্যাপক ড. জুনায়েদ সিদ্দিকী।
তিনি জানান, আমরা নমুনা পরীক্ষার জন্য প্রস্তুত। আজ আমরা ২০টি নমুনা পরীক্ষা করব। তবে আপাতত প্রতিদিন ১শ নমুনা পরীক্ষার লক্ষ্যমাত্রা নিয়েছি।
তিনি আরো বলেন, প্রাথমিকভাবে বিআইটিআইডি থেকে আমরা ৪৮০টি কিট পেয়েছি। এখন যা নমুনা পাবো আমরা তাই পরীক্ষা করবো। নমুনা পরীক্ষা করে বিআইটিআইডিতে পাঠিয়ে দিবো। সেখান থেকে ফলাফল জানানো হবে।