চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় মেট্রেস এন্ড পিলো ফ্যাক্টরিতে আগুন দেওয়ার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো- কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানার ইউছুফ মিস্ত্রীর ছেলে মো. মোবারক হোসেন (১৯) ও বায়েজিদ থানার চালিতাতলীর মো. বাবুর ছেলে মো. জিসান (১৯)।





মঙ্গলবার (২৬ জুলাই) রাতে হাজিরপুল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান। তিনি বলেন, তানভীর আলম নামে এক ব্যক্তি চালিতাতলী এলাকায় কিছুদিন আগে কমফোর্ট হোমটেক্স নামীয় মেট্রেস এন্ড পিলো ফ্যাক্টরী চালু করেন। গত ১৭ জুলাই ও পরদিন সোমবার তার মোবাইলে বিদেশ থেকে ক্যাডার সাজ্জাদ পরিচয়ে চাঁদা দাবি করে।





বাদী চাঁদা দিতে না চাইলে সাজ্জাদের অনুসারীরা বুধবার (২০ জুলাই) তার ফ্যাক্টরিতে আগুন লাগিয়ে দেয়। এ ঘটনায় তানভীর আলম থানায় মামলা দায়ের করেন।
তিনি আরও বলেন, বাদীর অভিযোগের ভিত্তিতে আমরা তদন্ত শুরু করি। এক পর্যায়ে বাদীর মোবাইল ফোনে আসা কলের সুত্র ধরে ও সিসিটিভি ফুটেজ দেখে দুইজনকে শনাক্ত করা হয়। গতকাল মঙ্গলবার রাতে হাজিরপুল এলাকায় অভিযান চালিয়ে মোবারক ও জিসান নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়।





জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।