অন্যান্য

চট্টগ্রামে গ্যাস সিলিন্ডার বি’স্ফোর’ণ, দ’গ্ধ ৩

নগরীর আগ্রাবাদ মোগলটুলি এলাকায় সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে আর.বি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ সংলগ্ন একটি বাসায় গ্যাস সিলিন্ডার বি’স্ফো’রণে ৩ জন দ’গ্ধ হয়েছে।দ’গ্ধ’রা হলেন-  শাহাদাত ভূঁইয়া (৫৫), মো. মিজান (৩৮) এবং গোলাম মাওলা (৫০)।

সকাল ১০টা ৫৫ মিনিটে গ্যাস সিলিন্ডার বি’স্ফোর’ণে অ’গ্নি’কাণ্ডের খবর পেয়ে ফা’য়া’র সার্ভিসের টিম ঘটনাস্থলে যায় জানিয়ে চট্টগ্রামের ফা’য়া’র সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফরিদ আহমেদ চৌধুরী বলেন, এসময় তারা ওয়ার্কশপটি তালাবদ্ধ অবস্থায় দেখতে পান। পরে তালা ভাঙা হলে সেখানে আ’গু’নে পো’ড়া বিভিন্ন আসবাবপত্র দেখতে পাওয়া যায়।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক শীলব্রত বড়ুয়া  বলেন, বি’স্ফো’রণে দ’গ্ধ ৩ জনকে চমেক হাসপাতালে নিয়ে আসা হয়। তাদের মধ্যে গোলাম মাওলার অবস্থা আ’শং’কাজ’নক। অন্য দুজনের শরীরের ৪০ শতাংশ পু’ড়ে গেছে। প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকরা তাদের ঢাকায় পাঠিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *